অ্যাপলের তৈরি নতুন সংস্করণের আইফোনটি
এখনো বাজারে আসেনি। প্রযুক্তিবিশ্লেষকেরা
ধারণা করছেন, ১২ সেপ্টেম্বর আইফোন ৫ স্মার্টফোনটির ঘোষণা দিতে পারে অ্যাপল। স্মার্টফোনটির সম্ভাব্য নকশা ও ফিচার নিয়ে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নানা তথ্য। এসব ফিচারসংবলিত ‘আইফোন ৫’-এর সাদৃশ্যের
স্মার্টফোনে এখন চীনের বাজার সয়লাব। এক খবরে এ তথ্য জানিয়েছে বিজনেস ইনসাইডার।
বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ট্রেড শোতেও দেখা মিলেছে সম্ভাব্য ‘আইফোন ৫’ সাদৃশ্যের এ মুঠোফোনের। তবে স্মার্টফোনটির নির্মাতাপ্রতিষ্ঠান-সংক্রান্ত কোনো তথ্য অবশ্য এখানে প্রকাশ করা হয়নি। প্রযুক্তিবিশ্লেষকেরা একে ‘নকল’ আইফোন বলেই অভিহিত করেছেন।
চীনের বাজারে এ ধরনের নকল আইফোন বিক্রি হচ্ছে মাত্র আট ডলারে।
জিএসএম ইসরায়েল নামের একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে নকল আইফোন ৫-এর ভিডিও পোস্ট করা হয়েছে, যাতে নকল আইফোন ৫-এর তথ্য বর্ণনা করা হয়েছে।
বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ট্রেড শোতেও দেখা মিলেছে সম্ভাব্য ‘আইফোন ৫’ সাদৃশ্যের এ মুঠোফোনের। তবে স্মার্টফোনটির নির্মাতাপ্রতিষ্ঠান-সংক্রান্ত কোনো তথ্য অবশ্য এখানে প্রকাশ করা হয়নি। প্রযুক্তিবিশ্লেষকেরা একে ‘নকল’ আইফোন বলেই অভিহিত করেছেন।
চীনের বাজারে এ ধরনের নকল আইফোন বিক্রি হচ্ছে মাত্র আট ডলারে।
জিএসএম ইসরায়েল নামের একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে নকল আইফোন ৫-এর ভিডিও পোস্ট করা হয়েছে, যাতে নকল আইফোন ৫-এর তথ্য বর্ণনা করা হয়েছে।
No comments:
Post a Comment